নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী আজ বলেন, 'আমাদের সকল মহাপুরুষই অহিংসা এবং ভয়ের সমাপ্তির কথা বলেছেন...কিন্তু, যারা নিজেদের হিন্দু বলে তারা শুধু হিংসা, বিদ্বেষ, অসত্যের কথা বলেন...আপনারা হিন্দুই নন"। এবার রাহুল গান্ধীর 'হিন্দু' মন্তব্যের জেরে সংসদে তুমুল হট্টগোল।
সেই সময়ে সংসদে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'পুরো হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা খুবই গুরুতর বিষয়'।