নিজস্ব সংবাদদাতা : এবার কুনাল কামরার পক্ষে কথা বলতে গিয়ে আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "আমি মনে করি না কুনাল কামরা কিছু ভুল বলেছেন। একজন গদ্দারকে গদ্দার বলা তাকে আক্রমণ করা নয়, আর এটা কোনও অপরাধও নয়। আপনারা বরং পুরো গানটি শুনুন এবং অন্যদেরও শোনান।"
/anm-bengali/media/media_files/pjkTBn5BvG0UJqPKGcpC.webp)
এরপর কুনাল কামরার উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, "এই হামলার সঙ্গে শিব সেনার কোনও সম্পর্ক নেই, এটা করেছে 'গদ্দার সেনা'। যাদের রক্তেই বিশ্বাসঘাতকতা আছে, তারা কখনোই প্রকৃত শিবসৈনিক হতে পারে না।"