নিজস্ব সংবাদদাতা: তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এর পাশাপাশি ৭১ জন মন্ত্রীও শপথ নিয়েছেন। মোদি ৩.০-এর মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে আগামী ১২৫ দিনে সরকার কী করবে তার পরিকল্পনা মন্ত্রীদের সঙ্গে শেয়ার করা হবে। তবে মন্ত্রীরা কবে তাদের দফতর পাবেন সেই অপেক্ষায় এখন সবাই।
কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মন্ত্রীদের তাদের পোর্টফোলিও বরাদ্দ করা হতে পারে। শীর্ষ মন্ত্রিত্ব নিজেদের কাছে রাখবে বিজেপি। মনে করা হচ্ছে রাজনাথ সিংকে আবারও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হতে পারে। অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এস জয়শঙ্করকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পীযূষ গয়াল বা নির্মলা সীতারমনকে অর্থ মন্ত্রণালয় দেওয়ার অনুমান করা হচ্ছে।