নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে ফের মাথাচাড়া দিচ্ছে নাগরিকত্ব (সংশোধনী) আইন বা CAA। কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে মুখে শোনা যাচ্ছে সিএএ মন্তব্য। যা নিয়ে নতুন করে উত্তাপ বাড়ছে রাজনীতিতে।
এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি বলেন, "এই বিলটি ৯ ডিসেম্বর, ২০১৯-এ লোকসভায় পাস হয়েছিল। রাজ্যসভায়, ১১ ডিসেম্বর, ২০১৯-এ পাস হয়। ১২ ডিসেম্বর এটি আইনে পরিণত হয়। ১০ জানুয়ারী, ২০২০ সালে আইনটি কার্যকর হয়। একটি আইন হওয়ার পরে, কিছু আইন ও প্রবিধান তৈরি করতে হয়। এবার সেই সময়ও চলে এসেছে। লোকসভার আইনসভা কমিটি জানুয়ারির জন্য সময়সীমা নির্ধারণ করেছে। ২০২৪-এর ৯ জানুয়ারি সেই দিন ধার্য হয়েছে। রাজ্যসভার আইনসভা কমিটি ৩০ মার্চ, ২০২৪-এর জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। আর তারপরই সিএএ কার্যকর করা হবে। কিছু বিরোধী দল সুপ্রিম কোর্টে গিয়ে পিটিশন দাখিল করেছে। সেখানে ২২০টি পিটিশন দাখিল করা হয়েছে। তবে তাতে কোনও লাভ হবে না বলেই মনে করা হচ্ছে”।