নিজস্ব সংবাদদাতাঃ সাংসদ পদে পুনর্বহাল হওয়ার পর বুধবার লোকসভায় প্রথম ভাষণ দিলেন রাহুল গান্ধী। তবে, রাজস্থানে বিকেল ৩টায় তাঁর একটি অনুষ্ঠান হওয়ার কথা থাকায় তিনি নিজের বক্তব্য শেষ করে সংসদ থেকে বেরিয়ে যান। সংসদ থেকে বেরনোর সময় তিনি সংসদে উপস্থিত সমস্ত মহিলা সদস্যদের 'ফ্লাইং কিস' দেন। এই ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শোভা কারান্দলাজে বলেন, "এটি একজন সদস্যের অনুপযুক্ত এবং অশালীন আচরণ। সিনিয়র সদস্যরা বলছেন, ভারতের সংসদের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। এটি একজন সাংসদের কী আচরণ? তিনি কী ধরনের নেতা? এই বিষয়ে আমরা স্পিকারের কাছে অভিযোগ করেছি, সিসিটিভি ফুটেজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।"