নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বিহারের মুজাফফরপুরে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী ও তার দেহরক্ষীসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রাকেশ কুমার বলেন, "গুলিবর্ষণের সময় দু'জন নিহত এবং তিনজন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চার অভিযুক্ত দু'টি মোটরসাইকেলে করে এসেছিল। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গুলি চালানোর কারণ সম্পত্তি সংক্রান্ত বিষয় বলে মনে হচ্ছে।"
সূত্রে খবর, নিহতদের মধ্যে আশুতোষ শাহী জেলার ব্যবসায়ী ও প্রপার্টি ডিলার। বন্দুকযুদ্ধে তার ব্যক্তিগত দেহরক্ষীও ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনের মধ্যে তার দেহরক্ষী ও অ্যাডভোকেট সৈয়দ কাসিম হাসান রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক এবং আহতরা জানকী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।