নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রগতি ময়দানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করেন এদিন।
তারপর সেই সম্পর্কে তিনি বলেন, “আজ ভারতের উত্তরপ্রদেশ দিবস আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটি এশিয়ার বৃহত্তম বাণিজ্য মেলা। এতে ভারতের MSME উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় হচ্ছে এই মেলা। এটিকে এক জেলা এক পণ্য আকারে বিশ্বব্যাপী প্ল্যাটফর্মের সামনে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আমরা ২০১৭ সালের আগে কোটি কোটি যুবককে চাকরি ও কর্মসংস্থানের সাথে যুক্ত করতে পেরেছি। উত্তরপ্রদেশকে ভারতের উন্নয়নে বাধা হিসাবে বিবেচনা করা হত, সেখানে হতাশা ছিল। আর আজ উত্তর প্রদেশ দেশের সবচেয়ে বড় MSME ভিত্তিক রাজ্য”।