রাম মন্দিরকে কেন্দ্র করে রেকর্ড ব্যবসা হতে চলেছে!

রাম মন্দিরকে কেন্দ্র করে রেকর্ড ব্যবসা হতে চলেছে এই দেশে। আপনি কি সেটা জানেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
ram mandir edit.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে দেশের ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক উত্‍সাহ-উদ্দীপনা একে কেন্দ্র করে দেশে বিপুল টাকার ব্যবসা হতে চলেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের অনুমান, রামমন্দিরকে কেন্দ্র করে দেশে লক্ষ কোটি টাকার ব্যবসা করা হতে পারে সারা দেশে ৩০ হাজারের বেশি ব্যবসায়িক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে যেমন, শোভাযাত্রা, শ্রী রাম পদযাত্রা, শ্রী রাম র‌্যালি, শ্রী রাম ফেরি, স্কুটার এবং কার র‌্যালি, শ্রী রাম চৌকি ইত্যাদিমন্দির চত্বর সাজানোর জন্য শ্রী রাম পতাকা, পটকা, ক্যাপ, টি-শার্ট, রাম মন্দির প্রিন্ট করা কুর্তা ইত্যাদির বাজারে ছেয়ে যাচ্ছে

শ্রীরাম মন্দির মডেলের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে  সারা দেশে কোটির বেশি রামমন্দিরের মডেল বিক্রি হওয়ার সম্ভাবনা আছে মডেল তৈরির জন্য দেশের বিভিন্ন শহরে কর্মীরা দিনরাত কাজ করছে বাদ্যযন্ত্রের দল, ঢোল, তাশা, ব্যান্ড, শেহনাই, নাফিরি ইত্যাদি বাজানো শিল্পীদের বিভিন্ন জায়গায় বুকিং চলছে ট্যাবলো তৈরি করার কারিগর এবং শিল্পীরা বড় কাজ পেয়েছেন দেশে মাটির তৈরি কোটি- কোটি প্রদীপ, বাজারে বর্ণিল আলোকসজ্জা, ফুলসজ্জা ইত্যাদিরও ব্যাপক আয়োজন করা হচ্ছে এবং এগুলিরও চাহিদা রয়েছে এসবের পাশাপাশি ভান্ডারা ইত্যাদির আয়োজন করে, এমন পণ্য পরিষেবার চাহিদাও তৈরি হয়েছে সব মিলিয়ে, আনুমানিক লক্ষ কোটি টাকার ব্যবসা হবে