নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডের গিরিডিহ এলাকায় যাত্রীবাহী একটি বাস বারাকার নদীতে পড়ে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। এই ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং ১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
ঝাড়খণ্ডের স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বান্না গুপ্তা জানিয়েছেন, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে।
গিরিডিহের ডেপুটি কমিশনারকে উদ্ধার অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়া হবে। যাত্রীদের দ্রুত উদ্ধারের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।'
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, 'রাঁচি থেকে গিরিডিহগামী একটি বাস বারাকার নদীতে পড়ে গিয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা উদ্ধার কাজ চালাচ্ছে এবং জেএমএম নেতা-কর্মীরাও উদ্ধার কাজে সাহায্য করছেন।'