আদালতে প্রাক্তন পুলিশকর্তা শ্বশুরের গুলিতে মৃত্যু আমলা জামাইয়ের! অবাক কাণ্ড

ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল চণ্ডীগড়।

author-image
Aniruddha Chakraborty
New Update
gun editted.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আদালতে চলছিল বিবাহ বিচ্ছেদের মামলা। আদালতে হাজির ছিল দু'পক্ষ। সেই আদালতের মধ্যেই শ্বশুরের গুলিতে প্রাণ হারালেন জামাই। শ্বশুর প্রাক্তন পুলিশকর্তা। আর জামাই আমলা। শনিবার ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের একটি আদালত চত্বরে। মৃত ব্যক্তির নাম হরপ্রীত সিং। আর অভিযুক্ত ব্যক্তির মলবিন্দর সিং। মৃত হরপ্রীত সিং সেচ দফতরের আইআরএস অফিসার ছিলেন। আর মলবিন্দর সিং পঞ্জাব পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল(AIG)।

জানা গিয়েছে, আদালতে শুনানির সময় মলবিন্দর ওয়াশরুমে যেতে চান। সেইসময় তাঁর জামাই পথ দেখাতে যান। কিছুক্ষণ পর পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। দৌড়ে যান সবাই। গিয়ে দেখেন, মেঝেতে পড়ে রয়েছেন হরপ্রীত। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। দুটি বুলেট তাঁর শরীরে লেগেছে। সবাই ধরাধরি করে হরপ্রীতকে গাড়িতে তুলে হাসপাতালে রওনা দেন। কিন্তু, হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় হরপ্রীতের।

এদিকে, ঘটনার পর আইনজীবীরা মলবিন্দরকে ধরে ফেলেন। তাঁকে একটি রুমে আটকে রাখা হয়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি পিস্তল পাওয়া গিয়েছে। তিন রাউন্ড অব্যবহৃত বুলেটও উদ্ধার হয়েছে।