বুদগ্রাম হামলায় কংগ্রেসকেই একহাত নিলেন শেহজাদ

এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shezad poonawala aq2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে জঙ্গিদের নিশানায় পড়েছে ভিনরাজ্যের শ্রমিকরা। শুক্রবার বুদগামে উত্তর প্রদেশের দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন তারা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বুদগ্রামে জলজীবন প্রকল্পে কাজ করছিলেন তারা। সেই সময়ই মাজহামা এলাকায় সুফিয়ান ও উসমান নামে ওই দুই শ্রমিকের ওপর হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। 

কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন ফারুক আবদুল্লাহ। আর এবার পাল্টা বুদগাম সন্ত্রাসী হামলার বিষয়ে জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহর বিবৃতিতে জবাব দিলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। 

shehzadpoon2.jpg

এদিন তিনি বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এমন একটি স্পর্শকাতর ইস্যুতে, জাতিকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে, কিছু লোক রাজনীতি, পরিবার এবং ভোটব্যাঙ্ককে অগ্রাধিকার দিচ্ছে। ফারুক আবদুল্লাহ তার দায় এড়াতে বা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বাঁচানোর জন্য ভারতীয় সেনাবাহিনীকে দোষারোপ করা শোভন নয়। তবে এটা জম্মু ও কাশ্মীরের ক্ষমতায় থাকা বাস্তুতন্ত্রের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে 26/11 হামলায় কংগ্রেস পাকিস্তান এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের ক্লিন চিট দিয়েছে। এখন একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে”।