বাজেট ২০২৫: কৃষিখাতে বদল এনে কি কৃষকদের সমস্যা মেটাবে কেন্দ্রীয় সরকার?

কৃষকদের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয় এই বৈঠকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Farmers

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট - মোদী সরকার ৩.০-র প্রথম পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি সেই বাজেট পেশ হবে। বাজেটের দিকে এবার নজর থাকছে গোটা দেশেরই। কেননা বেশ কিছু পরিবর্তন দেখা যাবে বাজেট ঘোষণার পর। মনে করা হচ্ছে কৃষিখাতেও থাকছে বেশ কিছু চমক।

বাজেট ঘোষণার আগে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি খাতের উন্নয়নের জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা শুরু করেছেন। কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি খাতকে আরো শক্তিশালী করার জন্য এই আলোচনা চলছে।

কৃষি ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠকে কৃষি সংস্থা, কৃষি উদ্যোক্তা, এবং শিল্প প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী এবং মন্ত্রণালয় কৃষি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সংস্কার নিয়ে গভীর আলোচনা করেছেন বলেই জানা যাচ্ছে।

Farmers

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক অর্থ মন্ত্রকের কাছে বাজেট প্রস্তাব জমা দেওয়ার আগে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা বৈঠক সারে। মন্ত্রক কৃষিতে মূল্য সংযোজন, রপ্তানি সুবিধা, কৃষি গবেষণার প্রসার, আভ্যন্তরীণ খরচ নিয়ন্ত্রণ, এবং কৃষকদের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয় এই বৈঠকে।

NABARD, CII, PHD চেম্বার অফ কমার্স, ASSOCHAM, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নেন এবং কৃষি সচিব দেবেশ চতুর্বেদীর সাথে আলোচনা করেন।

কৃষিমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রকাশিত ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল (ICAR) দ্বারা উন্নত ১০৯টি নতুন শস্য জাতের কথা তুলে ধরেন। এই শস্য গুলোর মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

farmers.jpg

২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে। কৃষি খাতের জন্য এই বাজেট কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা নিয়ে কৃষক থেকে শিল্পপতি—সকলের মধ্যে আগ্রহ বাড়ছে। আর এবারের কৃষিখাতে বরাদ্দ কৃষকদের মুখে শেষমেশ হাসি ফোটায় কিনা, এখন সেটাই দেখার।