নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার উদ্ধৃত ও টুইট করা রাজনৈতিক কর্মী সুধীন্দ্র কুলকার্নির "সংবিধানে নেহরুর অবদান বেশি, আম্বেদকর নয়", এই বিবৃতির বিষয়ে বিএসপি সাংসদ মালুক নাগর বলেছেন, "ভারতের প্রান্তিক জনগোষ্ঠীর আদর্শ বাবাসাহেব আম্বেদকরকে টার্গেট করলে তিনি রেহাই পাবেন কী করে? কংগ্রেসের কী হয়েছে বুঝতে পারছি না। একদিকে ভোটের সময় তাঁরা হিন্দু হয়েছেন, অন্যদিকে অযোধ্যায় রাম মন্দিরে যেতে অস্বীকার করেছেন। 'তুম কহিঁ কে নেহি বাচোগে'... কংগ্রেস নেতৃত্বের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া এবং স্যাম পিত্রোদার অবস্থান ব্যক্তিগত নাকি কংগ্রেসের পক্ষ থেকে তা স্পষ্ট করা।"