নিজস্ব সংবাদদাতাঃ একাধিক রাজ্যে বিধানসভা ভোট ও ২০২৪ সালের লোকসভা ভোটের আগে রাজনৈতিক জগতে বড়সড় পালাবদল ঘটল। চমকে গেল গোটা রাজনৈতিক মহল। আজ শনিবার আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) যোগ দিলেন দু'বারের রাজ্যসভা সাংসদ তথা বিএসপি নেতা অম্বেথ রাজন।
Two-time Rajya Sabha MP and BSP leader Ambeth Rajan joins the Aam Aadmi Party (AAP). pic.twitter.com/oOzy7bXjx7