নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ কেন্দ্রীয় বাজেট নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে এই বিষয় নিয়ে টুইট করে বিশেষ মন্তব্য করলেন বিএসপি প্রধান মায়াবতী।
তিনি টুইট করে বলেছেন, “কেন্দ্রের এমন সৎ মায়ের মতো আচরণ আজ নতুন কিছু নয়। উত্তরপ্রদেশেও এর মুখোমুখি হয়েছে বিএসপি। কেন্দ্রীয় বাজেট নিয়ে অসন্তুষ্ট অ-বিজেপি শাসিত রাজ্যগুলি নীতি আয়োগের বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে উত্তরপ্রদেশের মতো বিশাল জনসংখ্যার একটি দরিদ্র ও পিছিয়ে পড়া রাজ্যকে বাজেটে যথাযথ মনোযোগ না দেওয়া কতটা ন্যায়সঙ্গত? দেশ ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া কেন্দ্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”