নিজস্ব সংবাদদাতাঃ মহিলা সংরক্ষণ বিল নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেন বিএসপি প্রধান মায়াবতী (Mayawati)। তিনি বলেন, "এই বিল অনুসারে আগামী ১৫-১৬ বছরের মধ্যে দেশে মহিলাদের সংরক্ষণ দেওয়া হবে না। বিলটি পাস হওয়ার পর তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হবে না। প্রথমত, দেশে একটি আদমশুমারি পরিচালিত হবে এবং এর পরে আসনের সীমানা নির্ধারণ করা হবে। এদিকে আদমশুমারি করতে অনেক সময় লাগে। এর পরে, কেবল এই বিলটি কার্যকর করা হবে। ফলে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে এই বিলটি মহিলাদের সংরক্ষণ দেওয়ার উদ্দেশ্যে আনা হয়নি। শুধুমাত্র আসন্ন নির্বাচনের আগে মহিলাদের প্রলোভন দেখাতে এই বিল আনা হয়েছে।“