ড্রোন মারফত মাদক পাচারের ছক পাকিস্তানের!

বাড়ছে মাদক পাচার! ব্যবহৃত হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত! নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমে মাদক পাচারও করছে পাকিস্তান? এমনই প্রশ্ন তুলে দিল পাঞ্জাবের ঘটনা। পড়ুন বিস্তারিত।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

নিজস্ব সংবাদদাতা : বিভিন্ন সময়ে সীমান্তে পাক ড্রোন উড়তে দেখা গিয়েছে। বিএসএফ জওয়ানদের নজরে আসা মাত্রই গুলি করে পাক ড্রোন নামানো হয়েছে মাটিতে। নজরদারি, তথ্য পাচারের অভিযোগ এসব তো রয়েইছে, এবার পাক ড্রোন থেকে উদ্ধার হল মাদক। বাড়ছে মাদকের কারবার! ড্রোনেও চলছে পাচার! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফ সৈন্যরা ফাজিলকা জেলার যোধাওয়ালা গ্রামে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি পাক ড্রোনকে পাকড়াও করেছে। পাক ড্রোনটি থেকে উদ্ধার হয়েছে ২ কেজির হেরোইন।  বিএসএফ-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সূত্রে এমনটাই খবর।