নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ জানা গিয়েছে, পাঞ্জাবের তরণ তারান জেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়ার সামনে ড্রোনের গতিবিধি আটকে দেয় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। প্রোটোকল অনুযায়ী বিএসএফ জওয়ানরা ড্রোনের গতিবিধি ট্র্যাক করে সেটিকে নিষ্ক্রিয় করে। সকাল সোয়া ছয়টার দিকে সেনারা তরন তারানের গ্রাম হাভেলিয়ান এলাকায় সীমান্তের বেড়ার সামনে ১ প্যাকেট সন্দেহভাজন হেরোইনসহ ১টি ছোট ড্রোন সফলভাবে উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটটি (মোট ওজন প্রায় ৫৫০ গ্রাম প্রায়) স্বচ্ছ আঠালো টেপ দিয়ে মোড়ানো ছিল যার ভিতরে হলুদ আঠালো টেপ দিয়ে মোড়ানো দুটি ছোট প্যাকেট পাওয়া গেছে। মূল প্যাকেটের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে তৈরি একটি আংটিও পাওয়া গেছে। উদ্ধার হওয়া ড্রোনটি (চীনের তৈরি) আংশিক ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে।