নিজস্ব সংবাদদাতাঃ প্রতিবেশী দেশ পাকিস্তান তার ঘৃণ্য কর্মকাণ্ড থেকে পিছপা হচ্ছে না। পাকিস্তান একদিকে জম্মু ও কাশ্মীরে ক্রমাগত সন্ত্রাসবাদীদের নতুন চালান পাঠাচ্ছে, অন্যদিকে পাঞ্জাবের সীমান্ত থেকে ড্রোনের মাধ্যমে মাদক সরবরাহ করছে। শুক্রবার অর্থাৎ আজ অমৃতসরের আন্তর্জাতিক সীমান্তের কাছে ৫ কেজিরও বেশি হেরোইন উদ্ধার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। হেরোইনের চালানটি একটি পাকিস্তানি ড্রোন থেকে ভারতীয় সীমান্তের ভিতরে ফেলে দেওয়া হয়।
বিএসএফ জানিয়েছে, '৯ জুন রাত ১ টা ৩০ মিনিট নাগাদ অমৃতসর জেলার রাই গ্রামের কাছে সন্দেহভাজন ড্রোনের গতিবিধি আটক করে বিএসএফ। বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ ড্রোনটি আটকাতে প্রতিক্রিয়া জানায়। তল্লাশির সময়, হলুদ রঙের আঠালো টেপে মোড়া ১টি বড় প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের সঙ্গে লাগানো ১টি সবুজ রঙের নাইলন দড়ি এবং হুক উদ্ধার করা হয় রিয়ার কক্করের উপকণ্ঠের একটি চাষের জমি থেকে। প্যাকেটটি খোলার পর ৫.২৬০ কেজি ওজনের ৫ প্যাকেট হেরোইন পাওয়া যায়।' ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে বিএসএফ।