BSF-এর হাতে চিনের তৈরি ড্রোন, সীমান্তে শোরগোল

ফের বড় সাফল্য পেল বিএসএফ।

author-image
SWETA MITRA
New Update
bsf drone.jpg

নিজস্ব সংবাদদাতাঃ  নজরদারি হোক বা মাদক পাচার, শত্রুদের এখন বড় রকমের হাতিয়ার হয়ে উঠেছে ড্রোন। জানা গিয়েছে, ২২ শে নভেম্বর অর্থাৎ আজ বুধবার সকালে, একটি ড্রোনের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ তরন তারান জেলার রাজোকে গ্রামের উপকণ্ঠে একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযানের সময় গ্রাম সংলগ্ন কৃষিক্ষেত্র থেকে হেরোইন সন্দেহে এক প্যাকেট নিষিদ্ধ দ্রব্য উদ্ধার করে। সেইসঙ্গে হলুদ আঠালো টেপ দিয়ে মোড়ানো একটি ড্রোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ড্রোনটি একটি কোয়াডকপ্টার, এটির মডেল হল ডিজেআই মাভিক ক্লাসিক এবং এটি চিনে তৈরি বলে জানিয়েছে বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ার।