বড় হামলা, রুখে দিল বিএসএফ

ড্রোনের উপস্থিতি বুঝতে পেরেই বিএসএফ জওয়ানদের সেই বিষয়টি জানান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের বিএসএফ শিবিরে বিরাট সাফল্য। বড় নাশকতার ছক বানচাল করে দিল বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার।

GJqQTE5WAAAzCYG.jpg

যা জানা যাচ্ছে, গতকাল দুপুর ১:৪০ নাগাদ সীমান্ত সুরক্ষা বেড়ার কাছে চাষের জমিতে কাজ করার সময় এক কৃষক একটি ড্রোন দেখতে পান। গমের ক্ষেতে ড্রোনের উপস্থিতি বুঝতে পেরেই বিএসএফ জওয়ানদের সেই বিষয়টি জানান তিনি। বিএসএফ সৈন্যরা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় ১টি হেক্সাকপ্টার উদ্ধার করেন। পুনরুদ্ধারের অভিযানটি অমৃতসর জেলার পাঞ্জগ্রাইন গ্রামের কাছে বেড়ার সামনে একটি কৃষিক্ষেত্রে হয়েছিল। মনে করা হচ্ছে পাক সীমান্ত পেরিয়েই সেই ড্রোন ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল। কোনও গুপ্ত সূত্রেই সেই ড্রোন সীমান্ত পেরিয়েছিল বলে মনে করা হচ্ছে।

GJqQUYiWwAAjn9g.jpg

Add 1