নিজস্ব সংবাদদাতাঃ সবার চোখের আড়ালে সীমান্ত দিয়ে পাচার হয়ে যাচ্ছিল গরু (Cattle Smuggling)। যদিও বিএসএফ (BSF)-এর জওয়ানরা তা অত্যন্ত তৎপরতার সঙ্গে রুখে দিয়েছেন। জানা গিয়েছে, মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্ত থেকে ৯৩টি গবাদি পশু উদ্ধার করে দুষ্কৃতীদের গরু চোরাচালানের প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করেছে বিএসএফ মেঘালয়। পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের সীমান্ত এলাকা দিয়ে এসব গরু বাংলাদেশে পাচার করা হচ্ছিল। বাজেয়াপ্ত হওয়া গবাদি পশুগুলো পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে বিএসএফ মেঘালয়ের জনসংযোগ কর্মকর্তা।