কংগ্রেস নেতার ভাইকে বাধা, রণক্ষেত্র রাজ্য

রাজ্যে আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

author-image
SWETA MITRA
New Update
brs congress.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানায় (Telangana Vote) চলমান বিধানসভা নির্বাচন নিয়ে এবার বড় খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে, রাজ্য কংগ্রেস সভাপতি-দলীয় প্রার্থী রেবন্ত রেড্ডির ভাই কোন্ডাল রেড্ডিকে কামারেড্ডির ভোটকেন্দ্রে যেতে বাধা দিলেন বিআরএস (BRS) কর্মীরা। এই প্রসঙ্গে একজন বিআরএস কর্মী বলেন, "কোন্ডাল রেড্ডি একটি জাল পাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং রিটার্নিং অফিসারের সাথে কথা বলছেন। তিনি ২০ জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তিনটি গাড়িতে করে তাদের সাথে তিনটি ভোটকেন্দ্রে গিয়েছিলেন কিন্তু পুলিশ তাদের কিছু জানায়নি। তারা এখানে আসার পর গুন্ডামিতে লিপ্ত হচ্ছে। আমরা তার সাথে থাকা লোকদের পেয়েছি, পুলিশ তাদের গ্রেফতার করেছে। কিন্তু পুলিশ ১০ মিনিটের মধ্যে তাদের ছেড়ে দেয়। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করব।“