নিজস্ব সংবাদদাতা: বিআরএস এমএলসি কে কবিতা কটাক্ষ করলেন প্রিয়াঙ্কা গান্ধীকে। তিনি বলেন, "প্রিয়াঙ্কা (গান্ধী বঢরা) জি, ১৮ বছরের বেশি বয়সী মেয়েরা আপনার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের স্কুটির জন্য অপেক্ষা করছে। আপনি ক্ষমতায় আসার পর ১৫ মাস হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কেউ একটি স্কুটিও পায়নি। দয়া করে মেয়েদের স্কুটি দিন"।
/anm-bengali/media/post_attachments/public/incoming/hqn656/article67348306.ece/alternates/FREE_1200/vbk-stock-kavitha-brs-pti-674706.jpeg)
কংগ্রেসের নারী ভোটারদের আকর্ষণ করার কৌশলের অংশ হিসেবে এই প্রতিশ্রুতিটি কংগ্রেস ক্ষমতায় আসার ১৫ মাস পরেও অপূর্ণ রেখে দিয়েছে যার ফলে নেত্রী কে কবিতা জনসাধারণের হয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আওয়াজ তুলেছেন।