নিজস্ব সংবাদদাতা : আজ তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি) দলের এমএলসি কে কবিতা। তিনি বলেন, "আজ রাজ্য পরিষদে তেলেঙ্গানা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা মহিলাদের দেওয়া কোনও প্রতিশ্রুতি পূরণ করবে না। এর আগে বিআরএস সরকার 'কল্যাণ লক্ষ্মী' প্রকল্প শুরু করেছিল যাতে রাজ্যের মহিলারা শিক্ষার সুযোগ পান। কিন্তু বর্তমান সরকার এই প্রকল্পকে বন্ধ করেছে। প্রথমে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যের মহিলাদের ১ লাখ টাকা ও তার সঙ্গে ১০ গ্রাম সোনা দেওয়া হবে, কিন্তু এখন তারা জানিয়ে দিয়েছে যে তা দেওয়া হবে না।"
/anm-bengali/media/media_files/HbHSEKJB99eDzV42jP15.jpg)
এছাড়াও তিনি বলেন, "একদিকে হলুদ ও লঙ্কা চাষিরা সংকটে ভুগছেন, কিন্তু সরকার তাদের কথাও শুনছে না।"