নিজস্ব সংবাদদাতা: অমিত শাহ, নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী সবাইকে একযোগে এবার আক্রমণ করলেন তেলেঙ্গানার মন্ত্রী এবং বিআরএস বিধায়ক কেটি রামা রাও। দাবি করলেন, 'অমিত শাহ, প্রধানমন্ত্রী মোদি, রাহুল গান্ধীসহ দিল্লির সমস্ত পর্যটকদের এখানে স্বাগত জানাই। কিন্তু যদি অমিত শাহ অথবা দিল্লীর কোনও পর্যটকের কিছু বলার থাকে তাহলে তাদের উচিত প্রমাণ করা এবং জানিয়ে দেওয়া যায় কিসের উপর ভিত্তি করে তারা সেই কথা বলছে। তা না হলে আবার সেই একই জুমলার পুনরাবৃত্তি। প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহর একই রকম ব্যবহার- হয় জুমলা আর তা না হলে হামলা। তারা এখানে বারবার আসে এবং সাড়ে ৯ বছর পর কেসিআর নিয়ে কথা বলছে। আমি তাদের বলছি যে আপনারা যদি তেলেঙ্গানার জন্য কিছু করে থাকেন তাহলে এই পরিস্থিতি আসতো না। আপনারা কিছু করেননি। তাই আপনারা তেলেঙ্গানায় ভোট পাবেন না। গতবার তারা ১০৮ আসনে হেরেছিল এবং এইবার ১১০ আসনে হারবে'।