প্রধানমন্ত্রী মোদী…ওবিসি, বিস্ফোরক বিআরএস নেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বিআরএস নেতা কেটি রামা রাও।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "(২০১৪ সালে) যখন আপনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার দিয়েছিলেন, তখন দেশ তার প্রথম ওবিসি প্রধানমন্ত্রী পেয়েছিল। কেন্দ্রের এনডিএ সরকারে ২৭ জন ওবিসি মন্ত্রী রয়েছেন, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। বর্তমানে দেশে বিজেপির ৮৫ জন ওবিসি সাংসদ, ৩৬৫ জন ওবিসি বিধায়ক রয়েছেন। বর্তমানে দেশে বিজেপির ৬৫ জন ওবিসি বিধান পরিষদ সদস্য রয়েছে।" 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে এদিন তেলেঙ্গানার মন্ত্রী ও বিআরএস নেতা কেটি রামা রাও বলেছেন, 'প্রধানমন্ত্রী মোদী যদি ওবিসিদের কল্যাণ চান, তাহলে তাঁর জবাব দেওয়া উচিত কেন তিনি এখনও ওবিসি কল্যাণ মন্ত্রক শুরু করেননি। কেন তিনি ওবিসি জাতিগত আদমশুমারির বিরোধী, তারও জবাব দিতে হবে। মানুষ এই ধরনের 'জুমলা'কে বিশ্বাস করবে না। গতবার বিজেপি ১১৯টি আসনের মধ্যে একটি আসনে জিতেছিল, এবার হয়তো তারা সেটাও পাবে না।' 

hire