মহিলা বিধায়কদের বিরুদ্ধে এবার সরব হলেন বিআরএস নেতা কেটি রামা রাও

সরব হলেন নেতা।

author-image
Adrita
New Update
দস

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মহিলা বিধায়কদের বিরুদ্ধে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে বিআরএস-এর প্রতিবাদে, বিআরএস নেতা কেটি রামা রাও বলেছেন, " তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে আসার, দুঃখ প্রকাশ করার এবং তাদের কথা ফিরিয়ে নেওয়ার অনুগ্রহ আছে বলে মনে হচ্ছে না। যতক্ষণ না মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী তাদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আন্দোলন করে আসছিলেন, তাই এখন আমাদের দলীয় কার্যালয়ে নিয়ে আসা হবে না। গণতন্ত্রের রাজনীতিতে দল পরিবর্তন করা অন্যায় নয়, এটা একজন ব্যক্তির অধিকার। কিন্তু, তারা কোনো নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে না। " 

Telangana: EC issues notice to BRS leader KT Rama Rao for alleged poll code  violation