‘ভেঙে দেওয়া হোক জাতিসংঘ’, এবার ক্ষোভের আগুন ছড়ালো সেখানেও

'আমরা চাই জাতিসংঘ এতে হস্তক্ষেপ করুক'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Bangladesh_Hindu_Attack-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের বারাণসীর, আধ্যাত্মিক নেতা দেবকিনন্দন ঠাকুর এদিন বলেন, “আমি জাতিসংঘকে একটি চিঠি লিখেছি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কারণ বিশ্বের কোথাও যদি মানবতার উপর কিছু আক্রমণ ঘটে, জাতিসংঘ তাদের পক্ষে দাঁড়াবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে, জাতিসংঘ এখনও নীরব"।

United Nations

"এই মুহূর্তে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের দুই আইনজীবীকে খুব মারধর করা হয়েছে। কারণ তারা চায়নি যে নিরীহ, নিরাপরাধ চিন্ময় কৃষ্ণ দাস-এর সাথে অন্যায় ঘটুক এবং তারপরে সে চিরতরে জেলে থাকুক। তাই তারা পাশে দাঁড়িয়েছিল। কিন্তু সেই জন্যেই সন্ন্যাসীর আইনজীবীদের মারধর করা হয়েছে। আমরা চাই জাতিসংঘ এতে হস্তক্ষেপ করুক। নারী ও শিশুদের ওপর হামলা হচ্ছে, বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে জাতিসংঘ ভেঙে দিন”।

Bangladesh