জি-২০ : সম্মেলন শেষে বিশেষ বার্তা ব্রিটিশ হাইকমিশনারের

২০২৩ সালের জি-২০ সম্মেলন সম্পন্ন হল। রবিবার ছিল শেষ দিন। সম্মেলন শেষে একে একে নিজেদের দেশে রওনা হয়েছেন বিশ্ব নেতারা। ভারতের আতিথেয়তায় খুশি। ভিডিও বার্তা ব্রিটিশ হাইকমিশনারের।

author-image
Pallabi Sanyal
New Update
্ি

নিজস্ব সংবাদদাতা : ব্রিটেনের প্রধানমন্ত্রীর ভারত সফরের শেষে প্রকাশ্যে এল ভারতে ব্রিটিশ হাইকমিশনার, অ্যালেক্স এলিসের ভিডিও বার্তা। জি-২০ প্রেসিডেন্সি এবং শীর্ষ সম্মেলনের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ভিডিওতে হাইকমিশনারকে বলতে শোনা যায়, "অতিথি দেবো ভব, বহুত ধান্যেওয়াদ।" এর বাংলা অর্থ, অতিথি নারায়ণ। অনেক অনেক ধন্যবাদ। হাইকমিশনার অ্যালেক্স এলিস টুইট করেছেন, "জি-২০ ভারত এবং অমিতাভ কান্তকে অভিনন্দন। সফরের জন্য ঋষি সুনক এবং মিসেস মূর্তিকে ধন্যবাদ। উচ্চাকাঙ্ক্ষা, অন্তর্ভুক্তি এবং কর্মের একটি সম্মেলন হল এই জি-২০ শীর্ষ সম্মেলন।"