নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার হল লক্ষ্মীবার। আর এমন দিনে কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন? তাহলে দারুণ একটা ব্যবসার আইডিয়া রইল। এর মধ্যে দিয়ে প্রত্যেক মাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই ব্যবসার জন্যে প্রত্যেক মাসে বিপুল বিনিয়োগ লাগবে না।
আসলে, এটি হল এক ধরনের টাকা ছাপার মেশিন। এই মেশিনটি প্রতি ঘন্টায় আপনাকে কয়েকশ টাকা প্রিন্ট করে দেবে। ভাবছেন তো এমন মেশিন হয় নাকি? আসলে এটি প্যাকেং মেশিন। যা মাত্র ৯০ হাজার টাকা বিনিয়োগ করলেই কিনতে পারবেন। আর এই মেশিন থেকেই মাসে লাখ টাকা রোজগার করতে পারা সম্ভব। এটি ব্যবহার করে আপনি ১, ১.৫ এবং ২ কেজির প্যাকেট তৈরি করতে পারেন। আর তাতে মুগ, চানা কিংবা আনাজ ভরে বিক্রি করতে পারবেন। এটা পুরোটাই স্বয়ংক্রিয় প্যাকিং মেশিন। সুপার মার্কেট, সাধারণ দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টোরে বিভিন্ন ধরনের প্যাকেটের প্রয়োজন। অটোমেটিক মেশিনে কয়েক মিনিটে কয়েকশ প্যাকেট ছাপা খুব সহজ।