নিজস্ব সংবাদদাতা: প্রকাশিত বাজেট নিয়ে সিপিআই-এম নেত্রী বৃন্দা কারাট এদিন বলেন, “এই বাজেট মোদী সরকারের বিশ্বাসঘাতকতার একটি বিবৃতি ছাড়া আর কিছুই নয়। তারা যা বলেছিল তা ব্যয় করেনি। খাদ্য ভর্তুকি কম খরচ করা হয়েছে। এই সরকার দরিদ্রদের জন্য ব্যয় করার চেয়ে ধনীদের ছাড় দিতে পছন্দ করেছে। এমন এক সময়ে যখন ভারত বিশ্বের সবচেয়ে অসম দেশগুলির মধ্যে একটি হয়ে ওঠে, সেই সময় এই সরকার ধনীদের উপর কর আরোপ করতে অস্বীকার করেছে”।
#WATCH | #UnionBudget2025 | Vijayawada, Andhra Pradesh | CPI-M leader Brinda Karat says, "This budget is nothing but a statement of betrayal by the Modi Government. They haven't spent what they said they would... The food subsidy was underspent. This government preferred to give… pic.twitter.com/RfxQoIoBme