নিজস্ব সংবাদদাতা: একুশ শতকে দাঁড়িয়েও এই চরম নোংরা প্রথা জীবিত রয়েছে। নারীনির্যাতনের অন্যরকম এক প্রথা এটি। এখনও অনেক প্রত্যন্ত এলাকায় বিয়ের বাজারে মেয়েদের মতামত নেই বললেই চলে আর এই রাজ্যে বাজারেই বেচা হয় মেয়ে বৌ হিসাবে ভাড়া দেওয়ার জন্য। এই প্রথা আসলে বউ ভাড়া দেওয়া কিংবা কেনার।
মধ্যপ্রদেশের শিবপুরী গ্রামের এক বিশেষ বাজারে বউ কেনার প্রথা চলছে। কেনা যায় আবার ভাড়াও পাওয়া যায় কিছু সময়ের জন্য। তবে সেটা পতিতাদের মতো ১-২ ঘণ্টার জন্য নয়। কয়েক মাস বা বছরের চুক্তিতে হয় সেটা সম্পন্ন। সেই মহিলাকে দিয়ে সাধারণ বাড়ির গৃহবধূর মতোই সব কাজকর্মর পাশাপাশি লোকজনের যত্নআত্তির মতো কাজও করিয়ে নেওয়া যায়। সাধারণত গরিব পরিবারগুলিই টাকার জন্য এই পথে যেতে বাধ্য হয়।
নিলামে দর কষাকষি হয়। মোটামুটি পনেরো হাজার থেকে, লাখেও বিক্রি হয় মেয়ে। তবে কুমারী মেয়েদের ক্ষেত্রে দাম বেশিই থাকে। শোনা যায় যে বিক্রি বা ভাড়ার জন্য দুই পক্ষের মধ্যে যে চুক্তি হচ্ছে সেটা পছন্দ না হলে তাতে আপত্তি জানাতে পারেন বিশেষ মেয়েটি।