নিজস্ব সংবাদদাতা: আপ সাংসদ সঞ্জয় সিংকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যার ফলে সমস্ত বিরোধীদল এক হয়ে কেন্দ্র বিরোধিতা করছে। এবার আপ নেতা সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা জানিয়েছেন, তারা একটাই দাবি রেখেছেন। দাবিটি হল, মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি ও আলোচনা। আপ মনে করছে, এই দাবিতে কথা বলার ক্ষেত্রে চিন্তা বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
এই বিষয়ে আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, "প্রধানমন্ত্রী কেনও মণিপুরের মতো একটি স্পর্শকাতর ইস্যুতে নীরব? আমরা কেবল তাকে সংসদে এসে এই একটি বিষয়ে কথা বলার জন্য দাবি করছি। আমি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে আমাকে সাসপেন্ড করার জন্য মন্তব্য করব না। কারণ তিনি রাজনীতির সাথে সম্পর্কিত কেউ নন, তিনি উপরাষ্ট্রপতি। সংসদে মণিপুরের বিষয়টি উত্থাপন করা আমাদের দায়িত্ব।
এছাড়াও এই বিষয়ে আপ সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, "আমাদের একমাত্র দাবি হল আমরা মণিপুর ইস্যুতে আলোচনা চাই। এটা দুঃখজনক যে এই ইস্যুটি নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা করা হচ্ছে কিন্তু ভারতে আলোচনা হচ্ছে না। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে অপসারণ করা উচিত এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত"। উল্লেখ্য, মণিপুরের জাতিগত দাঙ্গা প্রায় ৩ মাস ধরে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে সদ্য ভাইরাল হওয়া মণিপুরের মধ্যযুগীয় বর্বরতার ভিডিও গোটা ভারতের মাথা লজ্জায় নত করে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই নারীকে ধর্ষণের পর উলঙ্গ করে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছে। আর এই বিষয় নিয়েই বিরোধীরা কেন্দ্রে বিজেপি সরকারকে নিশানা করছে।
#WATCH | AAP MP Sanjay Singh, says "Why is the Prime Minister silent on such a sensitive issue like Manipur? We are only demanding him to come to Parliament and speak on this issue. I will not comment on Rajya Sabha Chairman Jagdeep Dhankhar for suspending me as he is not someone… pic.twitter.com/0SuXxxmW8V
— ANI (@ANI) July 25, 2023
#WATCH | AAP MP Raghav Chadha, says "The only demand of the opposition parties is that we want a discussion on the Manipur issue. It is sad that this issue is being discussed internationally but not in India...Manipur CM N Biren Singh should be removed and President's rule should… pic.twitter.com/GdsAj2N54w
— ANI (@ANI) July 25, 2023