নিজস্ব সংবাদদতা: মহারাষ্ট্রের রাজনীতি ক্রমশই রং পরিবর্তন করছে। গতকালই বিরোধিতা ছেড়ে মোদী সরকারের সপক্ষে এসেছেন অজিত পাওয়ার। ফলে মহারাষ্ট্রে এনডিএ জোট আরও শক্তিশালী হয়েছে।
/anm-bengali/media/post_attachments/49a04ae4-a33.png)
এবার মহারাষ্ট্রে নয়া জোট গঠন হতে চলেছে। মহারাষ্ট্রে জোট গঠন করতে চলেছেন উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। ইতিমধ্যেই, এমএনএস কর্মীরা মুম্বাইতে পোস্টার লাগিয়েছে। যাতে এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে।