ব্রেকিং: বিজেপিকে যারা ভোট দেয় তারা রাক্ষস, এবার বিজেপি নেতা

বিজেপিকে নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যের এবার জবাব দিলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। 

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিজেপির ভোটদাতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা। তিনি বিজেপির ভোটদাতাদের রাক্ষসের সঙ্গে তুলনা করেছেন। এবার কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালাকে এই মন্তব্যের জন্য কড়া ভাষায় নিশানা করেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেছেন, "কংগ্রেস তার সমস্ত সীমা অতিক্রম করেছে। রণদীপ সুরজেওয়ালা, যিনি 'আফজাল গুরু'কে 'আফজাল গুরু জি' বলে ডাকেন এবং তার দলের সদস্যরা 'ওসামা'কে 'ওসামা জি' বলে ডাকেন, এখন ভারতীয় ভোটারদের গালিগালাজ শুরু করেছেন। কংগ্রেস দল বিদেশের মাটিতে বলে যে গণতন্ত্রের মৃত্যু হয়েছে এবং 'ভারত মাতা' খুন হয়েছে। এখন রণদীপ সুরজেওয়ালা বলেছেন যে ভোটাররা বিজেপিকে ভোট দেয় তাদের মধ্যে রাক্ষস প্রবৃত্তির বাস। তাই এখন তিনি অন্তত ২৩ কোটি ভোটারকে এই কথা বলেছেন, যারা বিজেপিকে ভোট দেন। গণতন্ত্রে নাগরিকরা ভগবানের রূপ, কিন্তু কংগ্রেস তাদের দানব বলছে। এটি দেখায় যে কংগ্রেস কোন অহংকারে বাস করছে। তারা প্রধানমন্ত্রী, ওবিসি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পদের অপমান করে এবং এখন তারা নাগরিকদের অপমান করেছে"। উল্লেখ্য, গতকাল হরিয়ানার কাইথালে কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা একটি জনসভায় অংশ নেন। সেখান থেকে তিনি বিজেপির ভোটদাতাদের অভিশাপ দেন এবং তাদের রাক্ষস বলে তুলনা করেন। রণদীপ সুরজেওয়ালা বলেন, "যারা বিজেপিকে ভোট দেয় এবং বিজেপি সমর্থক তারা রাক্ষস প্রবণতার"। আর এই ভাষণ সামনে আসতেই তাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। কংগ্রেস সাংসদের এরকম ভাষণকে নিয়ে চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে। বিজেপির তরফেও এবার এই বক্তৃতার বিরোধিতা করা হয়েছে।