নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিলের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুললেন আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন। তিনি বলেছেন, "এটি তালিকায় ওবিসি বা সংরক্ষণে ওবিসির প্রশ্ন নয়৷ প্রশ্ন হচ্ছে বাস্তবায়ন নিয়ে। আদমশুমারি ও সীমানা নির্ধারণের পরই এটা সম্ভব হতে পারে। তার মানে ২০২৯ সালে বাস্তবায়ন করা খুব কঠিন। এটি প্রায় ২০৩১ সাল পর্যন্ত হবে। প্রশ্ন জাগে তাহলে অনন্যতা কি? এই বিশেষ অধিবেশন থাকার বিশেষত্ব কি? শীতকালীন অধিবেশনে আপনি এটি খুব ভালভাবে পেতে পারেন। কেনও আমরা এই উদ্দেশ্যে একটি বিশেষ অধিবেশন করেছি?"