নিজস্ব সংবাদদাতা: সংসদ থেকে ওয়াক আউট করা নিয়ে এবার কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তিনি বলেছেন, "কংগ্রেস জানত যে তাদের কাছে নম্বর নেই এবং এই বিল পাশ হবে। তাই তারা ওয়াক আউট করেছে"।
/anm-bengali/media/media_files/n9B4YxHDqG9dZ9bqNekG.jpg)
এছাড়াও তিনি আপ সাংসদ সুশীল কুমার রিংকুকে সাসপেন্ড করা প্রসঙ্গে মন্তব্য রেখেছেন। তিনি বলেছেন, "তিনি আগে কংগ্রেসের সদস্য ছিলেন এবং এখন একজন আপ নেতা। তাই, এই ধরনের আচরণ তাদের সকল নেতার মধ্যে অন্তর্নিহিত"।