নিজস্ব সংবাদদাতা: বিরোধীদের খেলা ঘুরিয়ে দিয়ে লোকসভায় পাস হয়েছে গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি (সংশোধন) বিল, ২০২৩। এবার বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ বিরোধী জোটকে নিশানা করেছেন।
এই বিষয়ে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, "স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রভাবশালী বক্তৃতা দিয়েছেন। তিনি বিরোধীদের প্রতি কটাক্ষ করেছেন যে তারা গুরুত্বপূর্ণ পাবলিক ইস্যু নিয়ে আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং কার্যধারায় বাধা দিচ্ছেন। আজ বেরিয়ে এল কেজরিওয়াল সরকারের সত্যতা। আমি জেডি(ইউ)-এর জাতীয় সভাপতিকে বলতে চাই যে লালন সিং পশুখাদ্য কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের বিষয়ে আমাদের সাথে ছিলেন। দোষী সাব্যস্ত হয়েছেন লালু যাদব ও অন্যরা। এটাকে বলা হয় সুবিধাবাদের উচ্চতা"।