নিজস্ব সংবাদদাতা: আজ ৩০ সেপ্টেম্বর। আজ থেকেই জনসাধারণের কাছ থেকে পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে ২০০০ টাকার নোট। আজই ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য শেষ দিন। ২০১৬ সালে মোদীর নোট বাতিলের ঘোষণার পর ২০০০ টাকার নোটের পথ চলা শুরু হয়েছিল। ৭ বছরের মাথায় পথ চলা শেষ হল ২০০০ টাকার নোটের। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী কয়েকমাস পূর্বেই এই বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। ফলে যারা এখনও ২০০০ টাকা ব্যাঙ্কে জমা দেননি, তারা তাড়াতাড়ি করুন।