নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মৃত্যুর অভিশাপ নেমে এসেছে করমণ্ডল এক্সপ্রেসের ওপর। যার ফলে এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলে আসছেন বিরোধীরা। এবার বিজেপির অন্দরেই উঠল রেলমন্ত্রীর পদত্যাগের দাবি। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেছেন, "এখন আমরা জানি, যে দ্রুতগামী ট্রেনটি ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই ট্র্যাকে কখনই দ্রুতগামী ট্রেনের অনুমতি দেওয়া হয়নি কারণ ট্র্যাকগুলি একটি ধীরগতির ট্রেনের জন্য ছিল। তাই প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা না করে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে"।