নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। তবে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি কংগ্রেস। তবে এবার ছত্তিশগড়ের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বার্তা দিলেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও। তিনি জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই প্রার্থীদের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেছেন, "৯০ টি আসনের ওপর সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত অবস্থা প্রকাশ করা হবে"।