ব্রেকিং: এবার বিজেপি সরকারকে সহযোগিতা, জানিয়ে দিলেন অশোক গেহলট, রাজ্যে নয়া মোড়

 অশোক গেহলট নয়া তথ্য দিলেন।

author-image
Aniket
New Update
ashok1

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের মোড় ঘুরে গিয়েছে বিধানসভা নির্বাচনে। বিজেপির জয় এবং কংগ্রেসের হার হয়েছে। বর্তমানে বিজেপিকে নিশানা করেছেন রাজস্থানের  তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তবে তিনি বিরোধী দল হিসাবে বিজেপির সরকারকে সহায়তা করার বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছেন, "এখন প্রায় সাত দিন ধরে, তারা (বিজেপি) তিনটি রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে পারেনি। এ দলে কোনো শৃঙ্খলা নেই। আমরা যদি তাই করতাম, তাহলে তারা আমাদের বিরুদ্ধে কী অভিযোগ করত এবং মানুষকে বিভ্রান্ত করত, জানি না। তারা ভোটকে মেরুকরণ করেছে। আমরা নতুন সরকারকে সহযোগিতা করব”। উল্লেখ্য, কংগ্রেস নেতা এবং রাজস্থানের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য একটি বৈঠকে অংশ নিতে দিল্লি পৌঁছেছেন। রাজস্থান ও ছত্তিশগড় দুই রাজ্য থেকে এক ঝটকায় কংগ্রেসের পতন ঘটিয়েছে বিজেপি। ছত্তিশগড়ে ৯০ টির মধ্যে ৫৪ টি আসন পেয়েছে বিজেপি, যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৩৫ টি আসন। গন্ডভানা গণতন্ত্র পার্টি পেয়েছে ১ টি আসন। ওপর দিকে রাজস্থানে ১৯৯ টির মধ্যে বিজেপি পেয়েছে ১১৫ টি আসন। কংগ্রেস পেয়েছে ৬৯ টি আসন। ভারত আদিবাসী পার্টি পেয়েছে ৩ টি আসন। বহুজন সমাজ পার্টি পেয়েছে ২ টি আসন। রাষ্ট্রীয় লোকদল পেয়েছে ১ টি আসন। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি পেয়েছে ১ টি আসন। এছাড়াও নির্দল প্রার্থীরা পেয়েছেন ৮ টি আসন। এই দুটি রাজ্যেই বিজেপির বিপুল জয় হলেও, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখের ঘোষণা করেনি বিজেপি। এছাড়াও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের রাজত্বকালে বিজেপি বিপুল জয় পেলেও তিনিই ফের মুখ্যমন্ত্রী হবেন কিনা সেই, বিষয় নিয়েও রয়েছে প্রশ্ন। ফলে এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে জল্পনা ও তরজা বৃদ্ধি পাচ্ছে। 

 

 

hiring 2.jpeg

a a a a a a a a