নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বেঙ্গালুরুর বিধান সৌধে ১০০ টি বাসের পথ চলার সূচনা করেছেন। বাসগুলি পরিদর্শন করতে গিয়ে এবার সকলের সামনে আচমকাই বাসের সিটে শুয়ে পড়েন ডিকে শিবকুমার। বাসগুলো আরামদায়ক কিনা তা দেখতেই সিটে শুয়ে পরীক্ষা করেন তিনি। ইতিমধ্যেই সামনে এসেছে তার এই ভিডিও। ১০০ টি বাসের পথ চলার সূচনার বিষয়ে ট্যুইট করে শিবকুমার বলেছেন, "আজ থেকে শুরু হয়েছে রাজ্য পরিবহণের পালকি উৎসব। বিধান সৌধের সামনে আজ, ১০০ টি নতুন কর্ণাটক রাজ্য পরিবহনের পালকি শ্রেণীর বাস এবং ৪০ টি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাস চালু করা হয়েছে। আজ আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। মূল্যবৃদ্ধির সমস্যা দূর করে নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে আমরা আমাদের গ্যারান্টি স্কিমগুলো বাস্তবায়ন করেছি। শক্তি যোজনার অধীনে, রাজ্যের ৭২ কোটি মহিলা বিনামূল্যে ভ্রমণ করছেন। সরকারী প্রতিষ্ঠানের মুনাফার পাশাপাশি দেশের জনগণের উপকার করার লক্ষ্যে জনগণের সেবা করছে সরকার"। এছাড়াও তিনি এশিয়ান গেমস-এ ভারতের ১০০ টি পদক জয়ের ক্ষেত্রে গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "আমরা আমাদের সমস্ত ক্রীড়াবিদদের জন্য খুব গর্বিত। তারা দেশকে অনেক বড় বার্তা দিয়েছে যে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আমি তাদের অভিনন্দন জানাতে চাই। প্রতিটি রাজ্যের যুবকদের উৎসাহিত করা উচিত, আমাদের উচিত তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া”।
#WATCH | Karnataka CM Siddaramaiah and Deputy CM DK Shivakumar flagged off 100 buses at Vidhana Soudha, in Bengaluru; Dy CM DK Shivakumar also inspected the bus. pic.twitter.com/nh1ljiWOSL
— ANI (@ANI) October 7, 2023
#WATCH | Karnataka CM Siddaramaiah and Deputy CM DK Shivakumar flag off 100 buses at Vidhana Soudha, in Bengaluru. pic.twitter.com/XjDfDdiN4b
— ANI (@ANI) October 7, 2023
#WATCH | Karnataka CM Siddaramaiah and Deputy CM DK Shivakumar flag off 100 buses at Vidhana Soudha, in Bengaluru. pic.twitter.com/VCcnN5w6ZW
— ANI (@ANI) October 7, 2023
ರಾಜ್ಯ ಸಾರಿಗೆಯ ಪಲ್ಲಕ್ಕಿ ಉತ್ಸವ ಇಂದಿನಿಂದ ಆರಂಭವಾಗಿದೆ. ವಿಧಾನಸೌಧದ ಮುಂಭಾಗ ಇಂದು ರಾಜ್ಯ ಸಾರಿಗೆಯ ಪಲ್ಲಕ್ಕಿ ಕ್ಲಾಸ್ ಬಸ್ ಗಳು ಸೇರಿದಂತೆ 100 ನೂತನ ಕರ್ನಾಟಕ ಸಾರಿಗೆ ಹಾಗೂ 40 ಹವಾನಿಯಂತ್ರಣ ರಹಿತ ಸ್ಲೀಪರ್ ಬಸ್ಗಳಿಗೆ ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳೊಂದಿಗೆ ಚಾಲನೆ ನೀಡಿ ಮಾತನಾಡಿದೆ.
— DK Shivakumar (@DKShivakumar) October 7, 2023
ಇಂದು ನಾವು ಹೊಸ ಅಧ್ಯಾಯಕ್ಕೆ ಕಾಲಿಟಿದ್ದೇವೆ. ಹೆಣ್ಣು… pic.twitter.com/Famgvr1YoP
#WATCH | On Asian Games achievement and India's 100 medals mark, Karnataka Deputy CM DK Shivakumar says "We are very proud of all our athletes. They have given a very big message to the country that sports is very important. I would like to congratulate them. Every state should… pic.twitter.com/IbtGGDChR3
— ANI (@ANI) October 7, 2023