ব্রেকিং: কংগ্রেসের বরখাস্ত হওয়া মন্ত্রী, এবার বিজেপি

রাজেন্দ্র গুধাকে নিয়ে এবার মন্তব্য করলেন বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর। গুধার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। 

author-image
Aniket
New Update
v

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসে রাজেন্দ্র গুধার অবস্থান নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজস্থানের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর।

Instagram પર Rajendra Rathore:

 তিনি বলেছেন, "আমরা এটাও জানতে চাই যে মন্ত্রীকে (রাজেন্দ্র গুধা) বরখাস্ত করা হয়েছে নাকি এখনও তার পদে আছে। তিনি আমার বিরুদ্ধে অসীম সম্পত্তি রাখার অভিযোগ এনেছেন এবং তাই জন্যই আমি সরকারে আছি বলে দাবি করেছেন। আমি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটি লিখিত বিবৃতি দিয়েছি যাতে আমার সম্পত্তির বিবরণ রয়েছে"।