ব্রেকিং: "রাহুল গান্ধীর নির্দেশেই বিজেপির ভোটদাতাদের রাক্ষস বলে মন্তব্য রণদীপের"

বিজেপির ভোটদাতাদের রাক্ষস বলে মন্তব্য করেছেন রণদীপ সুরজেওয়ালা। এবার এই ঘটনায় মন্তব্য করলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। 

author-image
Aniket
New Update
rahul gandhi bjp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বিজেপির ভোটদাতাদের কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার রাক্ষস মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধীকে নিশানা করলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তিনি দাবি করেছেন, রাহুল গান্ধীর নির্দেশেই এই রকম মন্তব্য করেছেন রণদীপ সুরজেওয়ালা। তিনি কংগ্রেস দলকে 'ঘামন্ডিয়া' বলে নিশানা করেছেন।

তিনি বলেছেন, "এটি দেখায় কিভাবে 'ঘামন্ডিয়া' এখন ভারতে জনসাধারণকে অপমান করছে। এটি দেখায় যে ভারতে রাক্ষস প্রবণতার মানসিকতা 'ঘামন্ডিয়া'-এর মধ্যেই থাকে। এটা বুঝতে হবে যে এই ঘটনাগুলি শুধুমাত্র রাহুল গান্ধীর নির্দেশেই ঘটে। কয়েকদিন আগে, তিনি সংসদের ফ্লোরে বলেছিলেন, ভারত মাতার হত্যা করা হয়েছে। আমি বিনীতভাবে বলতে চাই যে জনগণ যে দলকেই ভোট দিক না কেন তাদের সম্মান করা উচিত। সংবিধান অনুযায়ী এটা তাদের অধিকার। নির্বাচন ঘনিয়ে আসছে। জনগণ তাদের এমন একটি শিক্ষা দেবে যে তারা বুঝতে পারবে যে ভারতের শক্তিশালী গণতন্ত্রে মানুষ ঈশ্বরের মতো এবং যারা রাক্ষসী মানসিকতা রাখে তাদের ভারতের রাজনীতিতে থাকার অধিকার নেই"। উল্লেখ্য, ইতিপূর্বে রণদীপ সুরজেওয়ালার বিরোধিতা করেছেন, বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।