নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের প্রতাপগড়ের ঘটনায় এবার মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সিপি যোশি। তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পদত্যাগের দাবি করেছেন। তিনি বলেছেন, “গত সাড়ে ৪ বছর ধরে রাজস্থানে যে ঘটনা ঘটেছে তা লজ্জাজনক। কিন্তু প্রতাপগড়ের ঘটনা সবার জন্য লজ্জাজনক। এর পেছনে রয়েছে দুর্বল আইনশৃঙ্খলা ও প্রশাসন। তারা ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করতো। তারা অপরাধ বন্ধ করার বা নির্যাতিতাকে ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করে না। প্রিয়াঙ্কা গান্ধী যখন তার জন্মদিন উদযাপন করতে এখানে এসেছিলেন, তখন একটি মেয়েকে লাঞ্ছিত করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। ঘটনাটি চাপা পড়ে যায় কারণ তারা তার জন্মদিনে কোনো বাধা চায় না। কোথায় গেল 'লড়কি হুঁ, লড় শাক্তি হু' স্লোগান। রাজস্থানের মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত, নয়তো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পদত্যাগ করা উচিত"।