নিজস্ব সংবাদদাতা: এবার হিমাচল প্রদেশ ও ওয়াশিংটন আপেল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে।
তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী যখন প্রধানমন্ত্রী ছিলেন না তিনি বলতেন যে হিমাচল তার দ্বিতীয় বাড়ি এবং ওয়াশিংটন আপেলের উপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে। কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রী হন, জি-২০-এর সময় রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় যে ওয়াশিংটন আপেলের ওপর মাত্র ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে, যা একসময় ৭০ শতাংশ ছিল। হিমাচল প্রদেশে ১০ হাজার কোটি টাকার আনুমানিক ক্ষতি হয়েছে, যেখানে জিডিপির প্রায় ১৪ শতাংশ আসে আপেল বাগান থেকে। আজ সেখানকার মানুষের সাহায্য দরকার, কিন্তু ওয়াশিংটন আপেলের আমদানি শুল্ক কমিয়ে প্রধানমন্ত্রী মোদি ৫ লাখেরও বেশি আপেল চাষীর প্রতি অবিচার করছেন"।উল্লেখ্য, হিমাচল প্রদেশে বন্যা পরিস্থিতি দাপট সৃষ্টি করেছে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশে। এই পরিস্থিতিতে হিমাচল প্রদেশকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। হিমাচল প্রদেশের ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার করতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করা হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখও রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তৎপর রয়েছে। প্রসঙ্গত, আজ হিমাচল প্রদেশে গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি হিমাচল প্রদেশের পরিস্থিতি খতিয়ে দেখছেন। সুখবিন্দর সিং সুখুর সঙ্গে বন্যা পরিস্থিতির বিষয়ে আলোচনাও করার কথা রয়েছে তার।