নিজস্ব সংবাদদাতা: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথোপকথন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক সহযোগিতার বেশ কিছু বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বহুপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী ২০২৩ সালের এপ্রিল মাসে জেদ্দা হয়ে সুদান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় সৌদি আরবের সহায়তার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান। তিনি আসন্ন হজ যাত্রার জন্যও তার শুভেচ্ছা জানিয়েছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলমান জি-২০ প্রেসিডেন্সির অংশ হিসাবে ভারতের উদ্যোগের প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং তিনি তার ভারত সফরের অপেক্ষায় রয়েছেন। দুই নেতা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে রাজি হয়েছেন।