নিজস্ব সংবাদদাতা: 'এক দেশ, এক নির্বাচন' কমিটিতে নিজের নামের প্রসঙ্গে এবার বড় বার্তা দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অফিসের তরফে তাকে গভীর রাতে ফোন করা হয়। তিনি বলেছেন, "৩১শে আগস্ট রাত ১১ টায়, আমার অফিস সেক্রেটারি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মিশ্রের কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন৷ তিনি আমাকে বলেন, সরকার একটি কমিটি করতে যাচ্ছে এবং তারা আমাকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে চায়। কমিটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আমি তাদের 'এক দেশ, এক নির্বাচন' সংক্রান্ত যাবতীয় কাগজপত্র পাঠাতে বলি এবং কাগজপত্র দেখে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব বলে জানাই। আমাকে একজন কর্মকর্তা জিজ্ঞেস করেছিলেন, কোনো মন্ত্রী নয়। গভীর রাতে আমার সাথে ফোনে কথা বলার জন্য একজন 'বাবু'কে পাঠানো হয়েছিল"।